‘কোহলির মতামত জেনেই কোচ নিয়োগ দেয়া হবে’

‘কোহলির মতামত জেনেই কোচ নিয়োগ দেয়া হবে’

শেয়ার করুন

28-1স্পোর্টস ডেস্ক :

অধিনায়ক বিরাট কোহলির মতামত জেনেই ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ দেয়া হবে জানিয়েছেন উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি।

সোমবার মুম্বাইয়ে কোচ হিসেবে পাঁচ প্রার্থীর সাক্ষাৎকার নেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটি। সেখানে সরাসরি উপস্থিত ছিলেন দুই সদস্য সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ। আর লন্ডন থেকে স্কাইপে যোগ দেন শচীন টেন্ডুলকার।

প্রার্থীদের মধ্যে শুধু বীরেন্দর শেহবাগই সরাসরি উপস্থিত ছিলেন। বাকি চার প্রার্থী রবি শাস্ত্রী, টম মুডি, লালচাঁদ রাজপুত ও রিচার্ড পাইবাসের সাক্ষাৎকার নেয়া হয় স্কাইপে।

তবে সহসাই কোচ নিয়োগ দেয়া হচ্ছে না। তাই আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কা সফরেও প্রধান কোচ পাচ্ছেন না বিরাট কোহলিরা।

এই সাক্ষাতকারে রবি শাস্ত্রী সশরীরে হাজির না থাকায় বাতাস তাদের বিরুদ্ধে বইতে শুরু করেছে। এখন আবার আলোচনায় চলে এসেছেন শেবাগ। তবে বিরাট কোহলীর সঙ্গে আলোচনা না করে কোচ নিয়োগ আপাতত দেয়া হবে না।