কলকাতা টেস্টে তৃতীয় দিনে ৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

কলকাতা টেস্টে তৃতীয় দিনে ৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

শেয়ার করুন

269802স্পোর্টস ডেস্ক :

বৃষ্টি বিঘ্রিত কলকাতা টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের চেয়ে ৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৫ রান।

আগের দিনের ৫ উইকেটে ৭৫ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। আর মাত্র ৯৭ রান যোগ করে ১৭২ রানে অলআউট হয় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন চেতেশ্বর পুজারা। এছাড়া ঋদ্ধিমান সাহা ২৯ ও মোহাম্মদ সামির ব্যাট থেকে আসে ২৪ রান। লাকমাল নেন ৪ উইকেট।

জবাবে, দলীয় ৩৪ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে তৃতীয় উইকেটে লাহিরু থ্রিমানে ও অ্যাঞ্জেলো ম্যাথুস ৯৯ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। থ্রিমানে ৫১ ও ম্যাথুস আউট হন ৫২ রানে। দিন শেষে অধিনায়ক দিনেশ চান্দিমাল ১৩ ও ডিকওয়ালা ১৪ রানে অপরাজিত আছেন।

ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব নেন ২টি করে উইকেট।