উয়েফা বর্ষসেরা রোনালদো

উয়েফা বর্ষসেরা রোনালদো

শেয়ার করুন

3795011900000578-3758562-image-a-31_1472147265986

স্পোর্টস ডেস্ক:

বিষয়টি অনুমেয়ই ছিলো, ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের পর রোনালদোকে বিজয়ী ঘোষণা করে উয়েফা। লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দু’বার ইউরোপ সেরা হলেন রোনালদো।

পুরষ্কারটি তারই প্রাপ্য বলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা অ্যানতোনিও গ্রিজম্যান। সবার অনুমেয় পথেই যেনো হাটলো উয়েফা। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতানোর পাশাপাশি অধিনায়কের আর্ম ব্র্যান্ড পড়ে পর্তুগালকে জেতান ইউরোপ সেরার মুকুট। আর তাই ফেবারিট হয়েই উয়েফা বর্ষসেরার পুরষ্কার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে।

3794A4FB00000578-3758562-image-a-9_1472143267089

তিন জনের এ সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন রোনালদোর ক্লাব সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল এবং স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান।

ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল দেশের হয়ে ততটা নিষ্প্রভ। সি আর সেভেনের নামে এই অপবাদ বেশ প্রচলিত, কিন্তু পর্তুগালের আনকোরা একটি দল নিয়ে যে বাজিমাত করলেন সিআর সেভেন তা রীতিমত অবিশ্বাস্য। দেশকে প্রথমবারের মতো এনে দিলেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা।

বর্ষসেরা পুরষ্কার হাতে তাই দারুণ উচ্ছ্বসিত রোনালদো বলেন, ‘অবশ্যই আমি খুশি কারণ এটা ছিল অসাধারণ এক মৌসুম। দুইটি ফাইনালের জন্য দুঃখিত গ্রিজম্যান। তুমি দারুণ একজন ফুটবলার, এই পুরস্কারটা তুমিও পেতে পারতে’

ইউরোপের সাংবাদিকদের ভোটে প্রতি বছর মহাদেশের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচন করার ক্ষেত্রে আগের মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক দুই পারফরম্যান্সই বিবেচনা করা হয়।

Real Madrid's Portuguese forward Cristiano Ronaldo holds his trophy of Best Men's player in Europe at the end of the UEFA Champions League Group stage draw ceremony, on August 25, 2016 in Monaco. / AFP PHOTO / Valery HACHEVALERY HACHE/AFP/Getty Images