উত্তেজনা ছড়িয়ে ড্র হল রাজকোট টেস্ট

উত্তেজনা ছড়িয়ে ড্র হল রাজকোট টেস্ট

শেয়ার করুন

Indian cricket captain Virat Kohl, right, shakes hand with England's cricket captain Alastair Cook at the end of the fifth day of their first cricket test match between India and England in Rajkot, India, Sunday, Nov. 13, 2016. (AP Photo/Rafiq Maqbool)

স্পোর্টস ডেস্ক :

শেষ পর্যন্ত ড্র হলো রাজকোট টেস্ট। পঞ্চম ও শেষ দিনে ৩১০ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ১৭২ রান করে ভারত।

আগের দিনের বিনা উইকেটে ১১৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে আরও ১৪৬ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা। সর্বোচ্চ ১৩০ রান করেন অধিনায়ক অ্যালিষ্টার কুক। এছাড়া হাসিব হামিদের ব্যাট থেকে আসে ৮২ রান। ভারতের অমিত মিশ্র নেন ২ উইকেট।Indian cricket captain Virat Kohli bats on the fifth day of their first cricket test match between India and England in Rajkot, India, Sunday, Nov. 13, 2016. (AP Photo/Rafiq Maqbool)

Indian cricket captain Virat Kohli bats on the fifth day of their first cricket test match between India and England in Rajkot, India, Sunday, Nov. 13, 2016. (AP Photo/Rafiq Maqbool)

জবাবে, ৩১০ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা জাগিয়ে তোলে ভারত। তবে একপ্রান্ত আগলে ধরে উইকেটে পড়ে থাকেন বিরাট কোহলী। শেষ পর্যন্ত ড্র নিশ্চিত করেই মাঠ ছাড়ে তিনি।

বিরাট কোহলী অপরাজিত থাকেন ৪৯ রানে। এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করে ৫৩৭ রান। আর ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ৪৮৮ রানে।