উইম্বলডন টেনিসে তৃতীয় রাউন্ডে মারে

উইম্বলডন টেনিসে তৃতীয় রাউন্ডে মারে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উইম্বলডন টেনিসে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন বৃটিশ তারকা এন্ডি মারে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি সরাসরি সেটে হারান জার্মানির ডাস্টিন ব্রাউনকে। আর মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন আরেক বৃটিশ তারকা জোহানা কন্তা।

উইম্বলডনে অন্যতম ফেভারিট এন্ডি মারে। তাই শুরুটাও করলেন দুর্দন্তভাবে। প্রথম সেটে তার কাছে পাত্তাই পাননি ব্রাউন। মারে সেট জিতে নেন ৬-৩ গেমে। এরপর দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন এই বৃটিশ তারকা। ৬-২ গেমে এ সেটও জয় করেন তিনি। আর তৃতীয় সেটে একই ব্যবধানে ব্রাউনকে উড়িয়ে দিয়ে সরাসরি সেটে ম্যাচ জিতে নেন এন্ডি মারে।

এদিকে, উইম্বলডনের মহিলা এককের দ্বিতীয় রাউন্ডে ক্রেয়েশিয়ার ডোনা কেভিচকে ৩-১ সেটে হারিয়েছেন আরেক বৃটিশ তারকা জোহানা কন্তা। প্রতিদ্বন্দীতাপূর্ণ ম্যাচে প্রথম সেটে ৭-৬ গেমে কেভিচকে পরাস্ত করেন কন্তা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাড়িয়ে কেভিচ সেট জিতে নেন ৬-৪ গেমে। তবে, তৃতীয় সেটে তাকে ১০-৮ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন কন্তা।