ইসরায়েল-ভারত বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি

ইসরায়েল-ভারত বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রতিরক্ষা, স্যটেলাইট প্রযুক্তি ও সন্ত্রাস মোকাবেলাসহ কয়েকটি বিষয়ে ইসরায়েল ও ভারতের মধ্যে ৪শ কোটি ডলারের চুক্তি হয়েছে। বুধবার জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ইসরায়েল ও ভারত স্যাটেলাইট প্রযুক্তি, পানিসম্পদ ও কৃষি এসব বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য বড় অংকের তহবিল গঠন করবে। এছাড়া বেসামরিক পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করা হবে।

জেরুজালেমে বুধবার এক বৈঠকের পর মোদি বলেন, দ্বিপক্ষীয় আলোচনার বাইরেও তাঁরা বিশ্বশান্তি ও স্থিতিশীলতার স্বার্থে পারস্পরিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কথা বলেছেন। কৌশলগত স্বার্থ রক্ষায় আরও বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সাইবার হামলা মোকাবিলায় সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন দুনেতা।