ইসলামিক সলিডারিট গেমসে শ্যূটিংয়ে রৌপ্য জিতেছেন রাব্বি

ইসলামিক সলিডারিট গেমসে শ্যূটিংয়ে রৌপ্য জিতেছেন রাব্বি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

আজারাবাইজানের বাকুতে চতুর্থ ইসলামিক সলিডারিট গেমসের প্রথম দিনেই পদক মিলল বাংলাদেশের। শ্যূটিংয়ে রৌপ্য জিতেছেন তরুন শ্যূটার রাব্বি হোসেন। পুরুষদের ১০ মিটার রাইফেলের ইভেন্টে এ রৌপ্য জেতেন তিনি।

শনিবার আজারবাইজানের বাকুতে ২৪৫ দশমিক ৫ পয়েন্ট স্কোর করে রুপা জেতেন রাব্বি। ২৪৯ দশমিক ৮ স্কোর করে সোনা তুরস্কের ওমর আকগুনের।

সকালে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশের দুই শুটার। রাব্বি ৬২৪ স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হয়ে শুট-অফে পৌঁছান। আর কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ৬২০ দশমিক ৩ স্কোর করে শুট-অফে গিয়েছিলেন ষষ্ঠ হয়ে। কিন্তু শেষ পর্যন্ত বাকি পদক পেলেন না। তাঁর স্থান পঞ্চম।