ইসরায়েলের সাথে ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা

ইসরায়েলের সাথে ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা

শেয়ার করুন

1.6153713.708458638স্পোর্টস ডেস্ক :

নানা বিতর্কের কারণে রাশিয়া বিশ্বকাপের আগে ইসরায়েলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ৯ জুন জেরুজালেমের বিতর্কিত টেডি স্টেডিয়ামে ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসির আর্জেন্টিনার। তবে ভেন্যুটি ইসরায়ের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করেছে বলে আপত্তি ফিলিস্তিনের ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনাকে সেখানে না খেলার অনুরোধ করে ফিলিস্তিনিরা।

খেললে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সি ও ছবি পোড়ানোর ঘোষণা দেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রজব। অভিযোগ ফিলিস্তিনিদের গ্রাম দখল করে সেখানে স্টেডিয়াম তৈরি করেছে ইসরায়েল সরকার।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ফাউরি এই ম্যাচটির ব্যাপারে আর্জেন্টাইন ফুটবলারদের অনাগ্রহের কথাই জানিয়েছেন, ‘আমি যত দূর জানি জাতীয় দলের ফুটবলাররা এই ম্যাচটি খেলতে চাচ্ছিল না।’ আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি এই ম্যাচ নিয়ে নিজের অনাগ্রহের কথা আগেই জানিয়েছিলেন। বিশ্বকাপের আগে জেরুজালেমে প্রস্তুতিমূলক ম্যাচ না খেলে তিনি তা বার্সেলোনায় খেলতে চেয়েছিলেন।

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর রাশিয়া বিশ্বকাপের আগে এটাই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ।