আর্জেন্টিনা-ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই

আর্জেন্টিনা-ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই

শেয়ার করুন

Ce-sera-Argentine-Franceস্পোর্টস ডেস্ক :

গ্রুপ পর্ব চড়াই-উতরাই পার করা আর্জেন্টিনার নক-আউট রাউন্ড শুরু শনিবার। প্রতিপক্ষ সি গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। কাজানে কোয়ার্টার ফাইনালে ওঠার সেই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্টিনা। ১১ বারের লড়াইয়ে ৬ জয় তাদের। বাকি ৩টি ড্র আর ২ ম্যাচে পরাজয় আলবিসেলেস্তাদের। ১৯৩০ ও ১৯৭৮ দুটি বিশ্বকাপে ফ্রেন্সদের বিপক্ষে আর্জেন্টাইনরাই জিতেছে।

নাইজেরিয়ার বিপক্ষে দূর্দান্ত এক ম্যাচ শেষে খোশ মেজাজেই আছে আর্জেন্টিনা। দলে ইনজুরি সমস্যাও নেই। তাই শোনা যাচ্ছে, আলোচনা ও সমালোচনায় থাকা কোচ হোর্হে সাম্পাওলি, প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ রাখতে যাচ্ছেন।

এদিকে, গ্রুপ পর্বে ফ্রান্সের পথচলা মসৃণ হলেও, শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে তাদের ম্যাচটা ছিলো একেবারই নিরুত্তাপ। ফ্রান্সের বর্তমান দলের কোন অভিজ্ঞতা নেই আর্জেন্টিনার বিপক্ষে খেলার। তবে, মেসি-আগুয়েরো-মাসচেরানো, এই ৩জনই  ফ্রান্সের বিপক্ষে আগে খেলছেন।