আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রাভো

শেয়ার করুন

Dwayne-Bravo-770x433স্পোর্টস ডেস্ক :

টেস্টের পর এবার আন্তর্জাতিক পর্যায়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৪টি ওয়ানডে খেলেছেন ব্রাভো। ১৯৯ উইকেটের পাশাপাশি রান করেছেন ২ হাজার ৯৬৮। যেখানে ছিল ২টি সেঞ্চুরি ও ১০টি অর্ধশত।

টি-টোয়েন্টির ছোট্ট ক্যারিয়ারে খেলেছেন ৬৬টি ম্যাচ। ১ হাজার ১৪২ রানের পাশাপাশি উইকেট ঝুলিতে নিয়েছেন ৫২টি। এর আগে ২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ব্রাভো। সর্বশেষ ২০১৬ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।

দীর্ঘ সময় পরও জাতীয় দলে ডাক না পাওয়ায় অনেকটা অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজের ৩৫ বছর বয়সী অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।