অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কার ইতিহাস

অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কার ইতিহাস

শেয়ার করুন

Sri Lanka's cricketers pose for photographers after victory in the third and final Test match between Sri Lanka and Australia at The Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 17, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

ইতিহাস গড়লো শ্রীলঙ্কা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো লঙ্কনরা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অজিদের ১৬৩ রানে হারিয়েছে অ্যাঞ্জলো ম্যাথুসের দল। লঙ্কানদের দেয়া ৩২৪ রানের টার্গেটে খেরতে নেমে ১৬০ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। এই জয়ে ৩-০ তে সিরিজ জিতলো শ্রীলঙ্কা।

আগের দিনের ৮ উইকেটে ৩১২ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। আরও ৩৫ রান যোগ করে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে তারা। সর্বোচ্চ ১১৫ রান করেন কুশল সিলভা। নাথাম লায়ন নেন ৪ উইকেট।

৩২৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শন মার্শ ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জটিতে তারা যোগ করেন ৭৭ রান। কিন্তু এই জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। এরপর মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

সর্বোচ্চ ৬৮ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ নেন ৭ উইকেট। এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে করে ৩৫৫ রান। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭৯ রানে।