হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের

হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার বন্ধুকে হত্যার অভিযোগ আদালতে অস্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া অস্কার মোরেল।

রয়টার্স জানায়, মঙ্গলবার ৩৫ বছর বয়সী মোরেলকে আদালতে তোলা হলে সে জানায়, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে তাকে দেখা গেলেও সে হত্যা করেনি। আদালতে মোরেলকে শান্ত দেখাচ্ছিল।

মোরেল

গত শনিবার নিউইয়র্কের কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর বন্ধু তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ব্রুকলিনবাসী মোরেলকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে অপরিকল্পিত হত্যা ও অবৈধ অস্ত্র বহনের দুটি অভিযোগ আনা হয়েছে।

নিউ ইয়র্কের গোয়েন্দা বিভাগের প্রধান রবার্ট ব্রাইস জানান, হত্যাকাণ্ডের পর পালানোর সময় এক বাইসাইকেল চালককে গাড়ি দিয়ে ধাক্কা দেয় সন্দেহভাজন ব্যক্তিরা। সিসিটিভি ফুটেজ দেখে মোরেলই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মনে করছে পুলিশ। মোরেলের ব্রুকলিনের বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও হামলাকারীর সঙ্গে মিল থাকা পোশাকও উদ্ধার করা হয়েছে।