অবশেষে ও. ইন্ডিজে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

অবশেষে ও. ইন্ডিজে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

শেয়ার করুন

278615স্পোর্টস ডেস্ক :

দুই টেস্টে রীতিমত মত নাজেহাল বাংলাদেশ অবশেষে প্রথম ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগের নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচে সিরিজে এখন লিড মাশরাফির বাংলাদেশের।

গায়ানায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শূন্য হাতেই ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। তবে, তামিম ও সাকিবের জুটিতে এগোতে থাকে বাংলাদেশ। ৯৭ রানে সাকিব আউট হলেও, তামিম ক্যারিয়ারের ১০ সেঞ্চুরি তুলে ১৩০ রানে অপরাজিত থাকেন। আর মুশফিকের ঝড়ো ১১ বলে ৩০ রানের কল্যাণে বাংলাদেশ ৪ উইকেটে করে ২৭৯ রান। তামিম ও সাকিবের ২০৭ রানের পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

জবাবে, রান রেট বাড়াতে গিয়ে দলীয় ২৭ রানে মাশরাফির শিকার হন লুইস। এরপর শাই হোপ ও গেইলের বিদায়ে রান রেট বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। ১৬৩ রানে ৮ উইকেট হারানো স্বাগতিক দলের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ২৩১ রান করে। মাশরাফী নেন ৪ উইকেট। এছাড়া মুস্তাফিজ নেন ২ উইকেট। এছাড়া মেহেদী ও রুবেল নেন একটি করে উইকেট।