কলম্বো টেস্ট জিততে শ্রীলঙ্কার দরকার ৫ উইকেট

কলম্বো টেস্ট জিততে শ্রীলঙ্কার দরকার ৫ উইকেট

শেয়ার করুন

South Africa's Theunis de Bruyn plays a shot against Sri Lanka during the day three of their second test cricket match in Colombo, Sri Lanka, Sunday, July 22, 2018. (AP Photo/Eranga Jayawardena)

স্পোর্টস ডেস্ক :

কলম্বো টেস্ট জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৩৫১ রান। শ্রীলঙ্কার চাই ৫ উইকেট। তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান।

দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১৫১ রান নিয়ে মাঠে নামেন দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস। করুনারত্নে ফেরেন ব্যক্তিগত ৮৫ রানে। মাঝে শুন্য রানেই ফেরেন ডি সিলভা। তবে ৭১ রানের অসাধারণ একটি ইনিংস খেলে আউট হন ম্যাথুস। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৭৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৩২ রানে অপরাজিত ছিলেন রোশেন সিলভা। মহারাজ নেন ৩ উইকেট। দুই ইনিংস মিলে মহারাজের উইকেট সংখ্যা ১২। ফলে প্রোটিয়াদের সামনে টার্গেট দাড়ায় ৪৯০ রানের।

জবাবে শুরুটা ভালো করলেও দিন শেষে ৫টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এলগার করেন ৩৭ রান। আর ৪৫ রানে ক্রিজে আছেন ডি ব্রুইন।