সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকট

সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা অনুপ্রবেশ সংকটে পরিণত হয়েছে। দ্রুত এর সমাধান করতে ব্যর্থ হলে শিগগিরই আশ্রয় শিবিরগুলো জঙ্গি আস্তানায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র আয়োজনে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা সমস্যা নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোরও আহ্বান জানান তিনি।

ড. খন্দকার মোশাররফ বলেন, উচ্চ আদালতের স্বাধীনতাকে নিয়ন্ত্রণে রেখে দেশকে অকার্যকর করতেই প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপরও গুরুত্ব দেন অন্য বক্তারা।