সব রাজনৈতিক দল না চাইলে ইভিএমের বিরুদ্ধে জাতীয় পার্টি-জেপি

সব রাজনৈতিক দল না চাইলে ইভিএমের বিরুদ্ধে জাতীয় পার্টি-জেপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সব রাজনৈতিক দল না চাইলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে জাতীয় পার্টি-জেপি। তবে ভোটের সময়কার পরিস্থিতি অনুযায়ী সেনা মোতায়েন করা যেতে পারে বলে মনে করে তারা। আজ সকালে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এ রকম অভিমত দিয়েছে দলটি।

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল, নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়। সংসদকে অকার্যকর করে নয়, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচনের পক্ষে মত দেয় দলটি।

নির্বাচনের সময় সহায়ক সরকার দরকার নেই বলে জানিয়ে জেপি নেতারা বলেন : নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদী তারা। তবে নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলেও মনে করেন দলটির নেতারা।