চীনকে রুখতে ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র

চীনকে রুখতে ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্কে অংশিদার যুক্তরাষ্ট্র কিন্তু অগণতান্ত্রিক দেশ চীনের সঙ্গে এই সম্পর্ক গড়ে তোলা কখনই সম্ভব হবে না। বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এসময় তিনি বলেন, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতের সঙ্গে সহযোগি হিসেবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক রীতি নীতি মেনে চললেও চীন সেটা মানছে না। বিভিন্ন দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ উল্লেখ করে টিলারসন বলেন, এই অঞ্চলে চীন উস্কানি দিচ্ছে।

তিনি আরো বলেন, দক্ষিণ চীন সাগরে চীন যে উস্কানি দিচ্ছে তা আন্তর্জাতিক রীতি নীতির লঙ্ঘন। আগামী সপ্তাহে ভারত সফরের আগে এমন মন্তব্য করলেন টিলারসন। এদিকে আগামী নভেম্বর মাসেই চীনসহ এশিয়ার বেশ কিছু দেশ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।