সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা: ফখরুল

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা: ফখরুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কানাডার সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাত পৌনে আটটায় বেগম জিয়ার গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।  বৈঠকে রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পেয়েছে বলে জানান মির্জা ফখরুল। কানাডার সংসদীয় দলে ছিলেন ইয়াসমেন রাতানস্কির নেতৃত্বে এমপি সালমা আতাউল্লাহ ঝা, মাট জেনেরক্স, থমাস মুলকেয়ার।

এছাড়া, ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রে-ফনটেইন উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, কানাডার প্রতিনিধি দলের সঙ্গে  প্রাণবন্ত আলোচনা হয়েছে।