২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

২০১৮ সালের সরকারি ছুটির তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বছরে ২২ দিন ছুটির মধ্যে সাতদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন- শুক্র ও শনিবারে।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন বছরের এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন বছরে সরকারি ছুটি ২২ দিন।

এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি হবে ৮ দিন। এছাড়া, প্রবাসীকল্যাণ বোর্ড আইন-২০১৭-এর খসড়ায়ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত খসড়া অনুযায়ী ১৬ সদস্যবিশিষ্ট বোর্ডে পদাধিকারবলে চেয়ারম্যান হবেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।