‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আ.লীগের বক্তব্য আইনের শাসনের বিরোধী’

‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আ.লীগের বক্তব্য আইনের শাসনের বিরোধী’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ যা বলছে তা আইনের শাসনের বিরোধী ও আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

কারামুক্ত কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলুকে সাথে নিয়ে শনিবার সকালে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ রায়ের ফলে আওয়ামী লীগের আসল চেহারা বেরিয়ে এসেছে বলে মন্তব্য করে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন: রায়ের পরে প্রধান বিচারপতির সাথে সরকারের কারো সাক্ষাতের নজির কোথাও নেই। বর্তমান সরকার বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মওদুদ।