চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন এক রোহিঙ্গার মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন এক রোহিঙ্গার মৃত্যু

শেয়ার করুন

rohingya-20170726152926চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন দুই রোহিঙ্গার মধ্যে একজন মারা গেছে। তাঁর নাম মোহাম্মদ মুছা।

পুলিশ জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসে দুই রোহিঙ্গা নাগরিক। দুজনেরই বাড়ি মিয়ানমারের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকায়। এদের মধ্যে সকালে মুছা মারা গেলেও মোহাম্মদ মুক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গুলিবিদ্ধ রোহিঙ্গা নাগরিকদের স্বজনদের সাথে কথা বলে পুলিশ জানায় বৃহস্পতিবার মধ্যরাতে লাইল্লাতলী পুলিশ ক্যাম্প এলাকায় তারা গুলিবিদ্ধ হন।  শুক্রবার রাতে নৌপথে তারা বাংলাদেশে প্রবেশ করে। এরপর শনিবার সকাল ৮ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় মুছা ও মুক্তারকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়।

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ সীমান্ত থেকে বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠিয়েছে বিজিবি। টেকনাফ বিজিবির উপ-অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, টেকনাফের হোয়াক্যং, নাফনদী, শাহপরীরদ্বীপ এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। রোহিঙ্গাদের কোনভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।