মেয়র আরিফুল হকের বরখাস্তের আদেশ স্থগিত

মেয়র আরিফুল হকের বরখাস্তের আদেশ স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

দুই বছর পর রোববার দায়িত্ব নেয়ার দুই ঘণ্টা পরই তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। এর পর এই আদেশ স্তগিত চেয়ে হাইকোর্টে রিট করেন মনিরুল ইসলাম।

আরিফুলের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্তের আদেশ কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না’- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

স্থানীয় সরকার সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পুলিশ কমিশনারসহ ছয়জনকে তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আরিফুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মইনুল হোসেন। তার সঙ্গে ছিলেন আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিএনপি নেতা আরিফুল উচ্চ আদালতের ছাড়পত্র নিয়ে রোববার মেয়রের দায়িত্বে ফেরার দুই ঘণ্টার মাথায় তাকে ফের বরখাস্ত করে সরকার।

তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।