মন্ত্রী-এমপিদের নির্বাচনী এলাকা ছাড়ার পরামর্শ ইসির

মন্ত্রী-এমপিদের নির্বাচনী এলাকা ছাড়ার পরামর্শ ইসির

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

জেলা পরিষদ নির্বাচনে প্রভাবমুক্ত ও অবাধ ভোট গ্রহনের জন্য মন্ত্রী-এমপিদের নির্বাচনী এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পরামর্শ দেন নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ।

তিনি বলেন, কোন কোন প্রার্থী এবং সাংসদরা ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। নির্বাচনে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন।

দেশে প্রথমবারের মতো, এ নির্বাচনে  সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ভোট দেবেন। বুধবার ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত দেশের ৬১ জেলায় এই ভোটগ্রহন চলবে।