বিচারকের প্রতি অনাস্থা জানানোয় মুন্নার জামিন বাতিল

বিচারকের প্রতি অনাস্থা জানানোয় মুন্নার জামিন বাতিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের প্রতি অনাস্থা জানানোয় আসামি জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করেছেন আদালত। অনাস্থার বিষয়ে আদেশ ও যুক্তিতর্ক শুনানির পরবর্তী কার্যক্রমের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে।

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত পঞ্চম বিশেষ জজ আদালত এ আদেশ দেন। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই সকালে দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু হয়।

মুন্না আদালতে যুক্তিতর্ক শুনানি মুলতবি করার জন্য আবেদন করেন। বিচারক তার এ আবেদন নামঞ্জুর করলে তিনি ও মনিরুল ইসলাম খান আদালতের প্রতি অনাস্থা জানান। এ সময় অস্থায়ী জামিনে থাকা মুন্নার জামিন বাতিল করেন আদালত।