সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই জাতিসংঘের: মিয়ানমার সেনাপ্রধান

সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই জাতিসংঘের: মিয়ানমার সেনাপ্রধান

শেয়ার করুন

ak_mah2409বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। সেনাবাহিনী পরিচালিত স্থানীয় মিয়াওয়াদি নামের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।

রোববার সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষনের সময় জেনারেল মিন অং বলেন, তার দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো দেশ, সংস্থা বা গোষ্ঠীর হস্তক্ষেপের অধিকার নেই। তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কথা বললে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

মিয়ানমারের মানবাধিকার নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এটাই তার প্রথম প্রতিক্রিয়া। গত ২৭ আগস্ট রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার সেনাবাহিনী ও বেসামরিক মানুষের জড়িত থাকা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। ওই প্রতিবেদনে রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্ত সেনাপ্রধানসহ ৬ সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়। যদিও তা প্রত্যাখান করেছে মিয়ানমার।