বঙ্গবন্ধু যে শ্রেষ্ঠ নেতা তা আবারও প্রমাণিত হলো: তোফায়েল

বঙ্গবন্ধু যে শ্রেষ্ঠ নেতা তা আবারও প্রমাণিত হলো: তোফায়েল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতিটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। মঙ্গলবার সচিবালয়ে তিনি একথা বলেন।

এসময় তোফায়েল বলেন, বঙ্গবন্ধু যে শ্রেষ্ঠ নেতা আবার প্রমাণিত হলো।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

প্যারিসে আবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয়ে গত ২৪ থেকে ২৭ আক্টোবর বিশ্ব ঐতিহ্য নির্বাচনের জন্য সংস্থাটির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি ৪ দিনব্যাপি বৈঠক করে।

প্রাথমিক পর্যায়ে ৭৮টি প্রামাণ্য ঐতিহ্যকে মনোনয়ন দেয়া হয়। সারা বিশ্ব থেকে আসা প্রস্তাবগুলো দু’বছর ধরে নানা পর্যালোচনার পর উপদেষ্টা কমিটি তাদের মনোনয়ন চূড়ান্ত করেন বলে ইউনেস্কোর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ-এ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাষণটি মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে।