গাজীপুরে মিস্ত্রী উজ্জ্বল হত্যা মামলায় দুইজনের ফাঁসি

গাজীপুরে মিস্ত্রী উজ্জ্বল হত্যা মামলায় দুইজনের ফাঁসি

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় গ্রিল ওয়ার্কশপের মিস্ত্রী উজ্জ্বল হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. শাকিল ও সঞ্জীবন চন্দ্র মনিদাস। অপর আসামি ভবতোষ মল্লিককে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামির প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এছাড়া আরেকটি ধারায় প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর গ্রিল ওয়ার্কশপের মিস্ত্রী উজ্জ্বল চন্দ্র মনিদাস তরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুই দিন পর শীতলক্ষ্যা নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। এক বছরের মধ্যে আজ এই হত্যা মামলার রায় হলো।