টানা তৃতীয়বার সরকার গঠনের রেকর্ড গড়তে চায় আ. লীগ

টানা তৃতীয়বার সরকার গঠনের রেকর্ড গড়তে চায় আ. লীগ

শেয়ার করুন

৭০ বছরে পদর্পণ করলো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক :

টানা দুমেয়াদে ক্ষমতায়। এবারো, ভোটে জিতে টানা তৃতীয়বার সরকার গঠনের রেকর্ড গড়তে চায় আওয়ামী লীগ। জয়ের ব্যপারেও দলটি আত্মবিশ্বাসের তুঙ্গে।

অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দুই বড় দল জোটবদ্ধ হয়ে নেমেছে নির্বাচনের লড়াইয়ে। এবার, দলীয় সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে।

প্রচারের শুরু থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। খোদ দলীয় প্রধান শেখ হাসিনাও ছুটেছেন দেশের বিভিন্ন প্রান্তে।

ভোটে জিতে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারের সামনে রেখেছে দেশের উন্নয়ন। দলটির নেতাদের বিশ্বাস, গত দশ বছরের উন্নয়ন দেশকে এগিয়েছে বহুদুর। আছে, আরো সুদুর প্রসারী পরিল্পনাও। এসব মাথায় রেখেই ভোটররা ৩০ ডিসেম্বর আওয়ামী লীগকেই বেছে নিবেন বলে আশা তাদের।

ভোটের জিততে দলীয় প্রতিকের পাশাপশি প্রার্থীও গুরুত্বপূর্ণ। তাই দল এবং জোটের প্রার্থী বাছাইয়ে চুলচেরা হিসেব-নিকেশ ছিল আওয়ামী লীগের। ফলে, দলের অনেক নেতাদের চাওয়া-পাওয়া যেমন মেলেনি, তেমনি জোট সঙ্গীদের লম্বা ফর্দও টেকেনি।

মহাজোটের প্রাধান শরীক জাতীয় পার্টি পঞ্চাশের বেশী আসন চেয়ে পেয়েছে মাত্র ২৬টি। আওয়ামী লীগ অন্যসব শরীকদের সর্বসাকুল্যে ছাড় দিয়েছে ১৬ টি আসন।

প্রার্থী বাছাইয়ের শুরু থেকে বিদ্রোহীদের ব্যপারে কঠোর ছিল আওয়ামী লীগ। ফলে, মোটাদাগে তেমন কোন বিদ্রোহী প্রার্থী মাঠে নেই দলটির। যা বাড়তি সুবিধা দিবে ভোটের ফলে।