জিয়ার পদক সরানোর প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ

জিয়ার পদক সরানোর প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় যাদুঘর থেকে সরিয়ে নেয়ার প্রতিবাদে আগামি শনিবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া শুক্রবার ঢাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার বিকেলে জাদুঘর থেকে তার পদক সরিয়ে ফেলা হয়।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন দেয়া হয়, জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের পদক আর জাতীয় জাদুঘরে থাকবে না।

২০০৩ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমানকে একসঙ্গে মরণোত্তর স্বাধীনতা পুরষ্কার দেওয়া হয়। কিন্তু জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেয়ায় বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে বলে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছিল।

সেসময় পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র কোনও উত্তরাধিকারকে না দিয়ে দুটি পদকই জাতীয় জাদুঘরে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য বুধবার জাতীয় যাদুঘর থেকে জিয়াউর র জনগণের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর স্বাধীনতা পদক সরিয়ে ফেলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে আগামীকাল ০৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩-০০টায় জাতীয় প্রেসক্লাবে এবং আগামী ১০ সেপ্টেম্বর ২০১৬ শনিবার সারাদেশে জেলা সদর ও মহানগরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো।