জাতীয় ঐক্যের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে: মওদুদ

জাতীয় ঐক্যের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে: মওদুদ

শেয়ার করুন

বেরিস্টার মওদুদ আহমেদনিজস্ব প্রতিবেদক :

বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জাতীয় ঐক্যের মাধ্যমে জনগগণকে সাথে নিয়ে নিরপেক্ষ নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়পল্টনে ভাসানী ভবনে জাতীয় মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।মওদুদ বলেন, সরকার ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তা কখনোই হতে দেবেনা। এসময় তিনি বেগম জিয়ার সুচিকিতসার ব্যবস্থা না করায় সরকারের সমালোচনা করেন।

মওদুদ বলেন, গায়েবী মামলা দিয়ে শুধু বিএনপির সিনিয়র নেতাদের নয়, সারাদেশের অসংখ্য নেতাকর্মীকে সরকার নাজেহাল করছে। উদ্দেশ্য একটাই, নির্বাচন থেকে বিএনপিকে দুরে রাখা।এব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানান তিনি।