সাবেক রুশ গুপ্তচরকে বিষপ্রয়োগের ঘটনায় জড়িত ব্যক্তিকে পুতিনের বীরত্বের পুরস্কার

সাবেক রুশ গুপ্তচরকে বিষপ্রয়োগের ঘটনায় জড়িত ব্যক্তিকে পুতিনের বীরত্বের পুরস্কার

শেয়ার করুন

_103590911_a1c03ea4-ce0f-47a6-92ea-6ae616b9418fবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাজ্যের সালিসবারিতে সাবেক রুশ গুপ্তচর সার্গেই স্ক্রিপ্যালকে বিষপ্রয়োগের ঘটনায় জড়িত রুশ ব্যক্তি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির কর্তৃক বীরত্বের পুরস্কার পেয়েছিলেন। একটি অনুসন্ধানী ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ পেয়েছে।

ঘটনার তদন্তকারী যুক্তরাজ্যের কর্মকর্তারা তাকে চিহ্ণিত করেছেন রাসলান বশিরোভ হিসেবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে একজন বেসামরিক নাগরিক হিসেবে উল্লখ করেছেন।

রুশ টেলিভিশনে দেয়া এক স্বাক্ষাতকারে বশিরোভ বলেন একজন পর্যটক হিসেবে সালিসবারিতে গিয়েছিলেন তিনি। তবে ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী তিনি হচ্ছেন রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা যার নাম হচ্ছে আনাতোলি শেপিগা। চেচনিয়া ও ইইক্রেনে কর্মরত ছিলেন তিনি ও ২০১৪ সালে রুশ ফেডারেশনের বীরের মর্যাদায় ভূষিত করা হয় তাঁকে। এই ব্যপারে কোন মন্তব্য করে নি ব্রিটেন। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকহারোভা বলেন ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের স্বপক্ষে কোন প্রমাণ নেই।