‘গাজীপুরে ২০ দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়া হচ্ছে’

‘গাজীপুরে ২০ দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়া হচ্ছে’

শেয়ার করুন

1524335340নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ২০ দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপি। দলটির নেতারা, গাজীপুরের পুলিশ সুপারকে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হওয়া সরকারের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছে বিএনপি নেতারা।

গাজিপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়কারী ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার সকালে গাজীপুরের টঙ্গী থানা বিএনপির কার্যালয়ের সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার হারুন অর রশীদের অপসারণ দাবি করেন।

আর রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।

এছাড়া সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের কোন পুলিশ সদস্য কতটা অত্যাচার করছেন, সেটাই তার যোগ্যতার সনদ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে আবারো সেনা মোতায়েনের দাবী জানান তিনি।