গাজীপুরের নগর পিতা হলেন আ. লীগের জাহাঙ্গীর আলম

গাজীপুরের নগর পিতা হলেন আ. লীগের জাহাঙ্গীর আলম

শেয়ার করুন

Zahangir_bh24-1নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটির দ্বিতীয় নগর পিতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। বিএনপির হাসান উদ্দিন সরকারকে বড় ব্যবধানে পরাজিত করেন তিনি। নিজের বিজয়কে তিনি বলছেন পরিবর্তনের পক্ষে জনগণের রায়।

ফলাফল ঘোষণার শুরু থেকেই স্পষ্ট হচ্ছিল প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান। ফলাফল ঘোষণার কেন্দ্র সংখ্যার সাথে বাড়ছিলো দু’জনের মধ্যকার ব্যবধানও।

৪২৫টি কেন্দ্রের মধ্যে অনিয়মে স্থগিত হয় ৯টি। বাকি ৪১৬টির ফলাফলে নৌকা পেয়েছে ৪ লাখ ১০ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের হাসানউদ্দিন সরকারের প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬১১।  মোট  ভোট পড়েছে ৫৭ দশমিক ০২ শতাংশ।

২০১৩ সালের ১৬ জুন প্রতিষ্ঠার পর, দ্বিতীয় নির্বাচনেই নগরপিতা বদলে নিলো গাজীপুর সিটি করপোরেশন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম ভোটারদের ধন্যবাদ দিয়ে, শহর সাজাবার নতুন পরিকল্পনার কথা জানান।

নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন ৭ জন। ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন আর ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।