উত্তর সিটির উপ-নির্বাচনে আইনগত বাধা দেখছে না কমিশন

উত্তর সিটির উপ-নির্বাচনে আইনগত বাধা দেখছে না কমিশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে আইনগত কোন বাধা দেখছে না নির্বাচন কমিশন। এ বিষয়ে দু-একদিনের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান: ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

স্থাণীয় সরকার নির্বাচনের নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোববার সকালে নির্বাচন কমিশনে সিইসি এ এম নুরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ডিসেম্বর ৬টি পৌরসভা এবং ৩৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ৪ টি পৌরসভা ও ৮৯ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।