‘আপোষকামীতাই বিএনপির নেতৃত্বে সবচে বড় দুর্বলতা’

‘আপোষকামীতাই বিএনপির নেতৃত্বে সবচে বড় দুর্বলতা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আপোষকামীতাই বিএনপির নেতৃত্বে সবচে বড় দুর্বলতা বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। দলটিতে এখন আর যোগ্যদের মূল্যায়ন হচ্ছে না বলেও অভিযোগ করেছেন বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলেও পূর্বপদে থাকা এ নেতা।

শুক্রবার নয়াপল্টনে ভাসানী ভবনে আয়োজিত এক আলোচনায় তিনি আরও বলেন, পকেটের রাজনীতি ত্যাগ করতে হবে। নেতৃত্বে অগ্রগামীদের দূরদর্শী হতে হবে, তা নাহলে কোন আন্দোলন সফল হবে না। সবাইকে যার যার অবস্থান থেকে নিজেকে যোগ্য নেতৃত্বের উপযোগী করার আহবান জানান তিনি।

নোমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যালটের অধিকার প্রতিষ্ঠা জরুরি। আগের ছাত্ররাজনীতির সঙ্গে বর্তমানের তুলনা করে তিনি বলেন, এখন মূল্যবোধের অবক্ষয় হয়েছে।