৬০ বছর চাকরির সুবিধা রাখার দাবি মুক্তিযোদ্ধাদের

৬০ বছর চাকরির সুবিধা রাখার দাবি মুক্তিযোদ্ধাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

৬০ বছর বয়স পর্যন্ত চাকরি-সুবিধা নিয়ে, সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা চাকরিজীবীরা।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৬০ বছর চাকরি সুবিধা বাস্তবায়ন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। তারা বলেছেন, ২০০৯ সালে সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স বাড়িয়ে ৫৯ বছর করে। সে সুবিধা নিয়ে অনেকেই ২০১২ সালে পিআরএল ভোগ করেন। সে বছর চাকরির বয়স আরও এক বছর বাড়ানো হয়। এতে বাদ পড়েন তারা।

অথচ ২০০৯ সালে যখন দুই বছর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিলো, তখন পিআরএল-এ যাওয়া চাকরিজীবীরাও সে সুবিধা পেয়েছিলেন। বঞ্চিত মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার জন্য আদালতের নির্দেশনা রয়েছে বলেও জানান তারা।