‘২০২১ এর মধ্যেই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে’

‘২০২১ এর মধ্যেই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০২১ সালের মধ্যেই দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীতে এক কনফারেন্সের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন, পদ্মা-সেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা মেট্রো-রেলের মতো প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই, বাংলাদেশের অর্থনীতি আরও বেশি বেগবান হবে ।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা ‘নিউ ইকোনোমিক থিংকিং : বাংলাদেশ ২০৩০ এন্ড বিয়ন্ড’  শীর্ষক এই কনফারেন্সের বিষয়, সেই ছবির মতই  ভবিষ্যতের বাংলাদেশের নানা সম্ভাবনা।

অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যে গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ তাতে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবার স্বপ্ন এখন বাস্তবের পথেই হাঁটছে।

উন্নয়নে যে বিদ্যুতের প্রয়োজন সবচেয়ে বেশি, প্রধানমন্ত্রী দাবি করলেন তাতেও স্বয়ংসম্পূর্ণ হবার পথেই এখন বাংলাদেশ।

উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০ শতাংশই নিজেদের অর্থায়নে বাস্তবায়নেই অর্থনৈতিকভাবে বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ মেলে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের হাতে বিশেষ সম্মাননাও তুলে দেন তিনি।