২০১৯ সাল থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা!

২০১৯ সাল থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৯ সাল থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে সরকার।

শিক্ষামন্ত্রী সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষাবিদেরা যে ১৫টি সুপারিশ করেছেন তার অন্যতম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন। তাদের সুপারিশ অনুযায়ি ২০১৮ সালের জানুয়ারি মাসে নবম ও দশম শ্রেনীতে পরিমার্জিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌছানোর কথাও জানন শিক্ষামন্ত্রী।

অপর সুপারিশ গুলোর মধ্যে রয়েছে, পাবলিক পরীক্ষার সময় এবং শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষাকে পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে এগুলোকে বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা।