‘১৩টি হজ ফ্লাইট বাতিল হলেও হজযাত্রী পরিবহনে কোন সমস্যা হবেনা’

‘১৩টি হজ ফ্লাইট বাতিল হলেও হজযাত্রী পরিবহনে কোন সমস্যা হবেনা’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ বিমানের ১৩টি হজ ফ্লাইট বাতিল হলেও হজযাত্রী পরিবহনে কোন সমস্যা হবেনা বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ বাদ পড়বেনা, সবাই হজে যেতে পারবে। সৌদি সরকার নতুন ১৫টি স্লটের অনুমতি দিয়েছে। ১৩টি ফ্লাইট বাতিল হলেও বিমানের ৩৫টি ফ্লাইটের প্রতিটির ধারণ ক্ষমতা ৩০০ থেকে বাড়িয়ে ৪১৯ জনে উন্নীত করার মাধ্যমে বাতিল ফ্লাইটের যাত্রীদের সমন্বয়ের চেষ্টা করা হচ্ছ জানান তিনি।

ধর্মমন্ত্রী আরও জানান, সৌদি দূতাবাস থেকে এ পর্যন্ত ৯২ হাজার ৫৬৮ জন হজযাত্রীর ভিসা হয়েছে এবং বাকী ভিসাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হজ কার্যক্রমে কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথাও বলেন মন্ত্রী।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭শ ৫৮ জন হজে যাবেন।