সোমবার সামান্য বাড়তে পারে দেশের তাপমাত্রা

সোমবার সামান্য বাড়তে পারে দেশের তাপমাত্রা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারতের ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত নিম্নচাপটির প্রভাব এখনো উত্তর-পুর্ব বঙ্গোপসাগর অঞ্চলে রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের ‌ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।

সোমবার, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনিসংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

রংপুরে সর্বোচ্চ ৩৫ সর্বনিম্ন ২৬ ডিগ্রি।

সিলেটে সর্বোচ্চ ৩৬ সর্বনিম্ন ২৬ ডিগ্রি।

চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩ সর্বনিম্ন ২৬ ডিগ্রি।

বরিশালে সর্বোচ্চ ৩৩ সর্বনিম্ন ২৬ ডিগ্রি, ঢাকায় সর্বোচ্চ ৩৪ সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এবং খুলনায় সর্বোচ্চ থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৫ দিনের  আবহাওয়া

ঢাকা বিভাগে আগামী ৫দিনই মেঘ ও বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা একটু বেশী থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগেও আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকতে পারে।

রাজশাহীতে সপ্তাহ জুড়ে মেঘ ও বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও সামান্য পরির্বতিত হতে পারে।

খুলনা বিভাগে আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কম থাকবে।

রংপুরে বিভাগেও সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বাড়তে পারে।

বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।

সিলেটেও আগামী ৫দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা অপেক্ষাকৃত বেশী থাকতে পারে।