সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ

সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞরা।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে, প্রধান ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে অংশ নেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন, সরকার নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে কারো পরামর্শ শুনতে চায় না। তাঁরা বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি রেখে, জাতীয় ঐক্যের মাধ্যমে বাছাই কমিটি গঠনের পরামর্শ দেন তাঁরা।