সারাদেশে ৪০ জন নিখোঁজ রয়েছে : আইজিপি

সারাদেশে ৪০ জন নিখোঁজ রয়েছে : আইজিপি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক। এদের অনেকেই জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত বলে জানান তিনি। আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনী তাদের খুঁজে বের করছে বলেও উল্লেখ করেন আইজিপি।

বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় আইজিপি বলেন, জঙ্গিদের মাস্টারমাইন্ড তামিম চৌধুরীকে ধরা গেছে। আরেক মাস্টারমাইন্ড জিয়াকেও ধরার চেষ্টা চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চট্টগ্রামের এসপি বাবুল আক্তার মানসিক অবস্থার কারণে আর চাকরি করবেন না বলে ইস্তফা দিয়েছেন।