সাকার রায় ফাঁস মামলার আদেশের দিন পিছিয়েছে

সাকার রায় ফাঁস মামলার আদেশের দিন পিছিয়েছে

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ফাঁসি কার্যকর হওয়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর, রায় ফাঁসের ঘটনায় করা মামলায় আগামী ২৮ আগস্ট আদেশ দেবেন আদালত।

বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম রোববার এ মামলার রায়ের দিন নির্ধারণ করেছিলেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় এদিন তা ঘোষণা করা যাচ্ছে না বলে জানা গেছে।

এই মামলায় মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজন আসামি। এদের মধ্যে তাঁর আইনজীবী ফখরুল ইসলামসহ চারজন কারাগারে আছেন। পলাতক রয়েছেন ফখরুলের সহকারী মেহেদী হাসান। জামিনে আছেন সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

ছেলে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।