‘সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নেরও ধারাবাহিকতা থাকবে’

‘সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নেরও ধারাবাহিকতা থাকবে’

শেয়ার করুন

Untitled-9-copy
নিজস্ব প্রতিবেদক :

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নেরও ধারাবাহিকতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মতিঝিল ও আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবার কল্যাণে দোয়া ও মোনাজাত করেন তিনি।

রাজধানীতে সরকারী পেশাজীবীদের আবাসিক সমস্যার সমাধানের জন্য মতিঝিলে ৪টি ২০ তলা ভবনে ৫৩২টি ফ্ল্যাট উদ্বোধন করেন তিনি। পরে আজিমপুরে উদ্বোধন করেন ছয়টি ২০ তলা আবাসন ভবনে ৪৫৬টি ফ্ল্যাট।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২০ সাল নাগাদ আরো ১৭টি ২০তলা ভবন নির্মাণ হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী এ সময় বলেন, শুধু শহরে নয়, জেলা-উপজেলাতেও এভাবে সরকারি কর্মচারীদের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করা হবে।

সরকার যেমন তাদের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখছে, তেমনি সরকারি চাকরিজীবিদেরও মানুষের সেবায় সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার হিসেবে সকল নাগরিকের বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছে সরকার।