সম্পত্তি আত্মসাতের দায়ে রাগীব আলীর ১৪ বছর কারাদণ্ড

সম্পত্তি আত্মসাতের দায়ে রাগীব আলীর ১৪ বছর কারাদণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের তারাপুর চা বাগানের হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের দায়ে রাগীব আলীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাঁর ছেলে আব্দুল হাইসহ অন্য চার আসামিকে ১৬ বছর করে কারাদণ্ড এবং তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালত এ রায় দেন। ৬ আসামির মধ্যে ১৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক অন্য তিনজন হলেন, রাগীব আলীর জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির ও রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ।

গত ০২ ফেব্রুয়ারি তারাপুর চা বাগানের ভূমি বন্দোবস্তের নামে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় আজ এ রায় দেন একই আদালত। দেবোত্তর সম্পত্তির চা বাগান বন্দোবস্ত নেওয়া ও চায়ের ভূমিতে বিধিবহির্ভূত স্থাপনা করার অভিযোগে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা হয়।