সংসদে তীব্র সমালোচনার মুখে অর্থমন্ত্রী

সংসদে তীব্র সমালোচনার মুখে অর্থমন্ত্রী

শেয়ার করুন

parliament4নিজস্ব প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তীব্র সমালোচনা করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা।

জাতীয় সংসদে বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম অর্থমন্ত্রীকে কম কথা বলার পরামর্শ দেন। বলেন, তাঁর কথাবার্তার কারণে সরকারকে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে শেখ সেলিম তীব্র ভাষায় বলেন, তার কাজ বাজেট দেওয়া। বাজেটের অর্থ কোথায় কীভাবে ব্যয় হবে তা দেখবেন সংসদ সদস্যরা।

ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় অর্থমন্ত্রীর সমালোচনা করেন কুষ্টিয়া-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফও। সেই সাথে বেসিক ব্যাংকের জন্য এক হাজার কোটি টাকা মূলধন বরাদ্দের নিন্দা জানিয়ে, এ ঘটনার তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।