সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের খসড়া অনুমোদন

সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের খসড়া অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংক পরিচালকদের মেয়াদ একটানা ৯ বছরের বিধান রেখে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন-২০১৭’র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, সংশোধিত আইনে একই পরিবার থেকে দু’জনের জায়গায় চারজনকে পরিচালক করার বিধানও রাখা হয়েছে। এছাড়া, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে, এক ছাদের নিচে প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করতে ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৭’র খসড়াও মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছে।

এবার রমজানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজের সময় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঠিক করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।