ন্যায় বিচারের জন্যও রোহিঙ্গাদের পাশে থাকতে হবে: জর্ডানের রানী

ন্যায় বিচারের জন্যও রোহিঙ্গাদের পাশে থাকতে হবে: জর্ডানের রানী

শেয়ার করুন

base_1508558034-Captureনিজস্ব প্রতিবেদক :

জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ বলেছেন, শুধু মানবতার স্বার্থে নয়, ন্যায় বিচারের জন্যও রোহিঙ্গাদের পাশে থাকতে হবে।

সোমবার দুপুরে, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। তিনি কুতুপালং ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উপর নির্মম নির্যাতনের কথা শোনেন।

এ সময় তিনি আরো বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাদের নির্যাতন বিশ্বের সকল বর্বরতাকে হার মানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন তাঁর সঙ্গে ছিলেন। বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে রানি কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন।