‘শিশুদের অপরাধ প্রবণতা থেকে দুরে রাখতে সচেতন হোন’

‘শিশুদের অপরাধ প্রবণতা থেকে দুরে রাখতে সচেতন হোন’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শিশু-কিশোরদের অপরাধ প্রবণতা থেকে দুরে রাখতে সবাইকে সচেতন হবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রয়োজনে কাউন্সিল করে তাদের ভালো মন্দের তফাৎ বোঝাতে হবে।

রোববার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।

এ ছাড়াও, চলতি বছর প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯ জনকে প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ দেন তিনি। এর আগে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের প্রাথমিক পর্যায় থেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। পাশাপাশি তাদের অপরাধ-প্রবণতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।