শান্তিপূর্ণ ভোট-গ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

শান্তিপূর্ণ ভোট-গ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সব শঙ্কা দূরে ঠেলে বড় ধরনের কোন গোলযোগ বা অভিযোগ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গনণা। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেলে ৪ টা পর্যন্ত।

ভোটাররা বলছেন বিগত কয়েক নির্বাচনে নারায়ণগঞ্জে এত উৎসবমুখর ভোট তারা দেখেননি। তবে বিএনপির প্রার্থী শাখাওয়াত হোসেন বলেছেন কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্ডদের বের করে দেয়া হয়েছে। এছাড়া যেখানে ধানের শীষের ভোটার বেশী সেসব কেন্দ্রে ভোট নিতে ইচ্ছে করে দেরী করা হয়েছে। তাদের মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন শাখাওযাত।
15672686_388398308166575_1937729605839196626_nএসব বিষয় রিটানিং কর্মকর্তা জানান, কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভি ভোটের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ফলাফল যা হয় মেনে নেবার ঘোষণা দিয়েছেন।

এদিকে রিটানিং কর্মকর্তা সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যেকোনো সময়ের চেয়ে সুষ্ঠ এবং সুন্দরভাবে ভোটগ্রহণ হয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা শেষে কেন্দ্রের ফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। এরপর কেন্দ্র থেকে ফলাফল ডিসি অফিসে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে, সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে।

সন্ত্রাস, গুম, খুন আর অপহরণের শহর নারায়ণগঞ্জে নির্বাচন সুষ্ঠু হবে কি-না সে শঙ্কা উড়িয়ে দিয়ে ২২ ডিসেম্বর যেন গড়ল অনন্য নজির। সকাল থেকে প্রতিটা কেন্দ্রে ছিল সেই স্বস্তি। বেলা যতই বাড়ছে, ভোট নিয়ে শঙ্কা ততই যেন কমছে। কেন্দ্রগুলোর পরিবেশে আনন্দিত ভোটাররাও।

15590306_376815679339059_8359184270478216215_n৭১ হাজার নতুন ভোটার, পৌনে পাঁচ লাখ ভোট। শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জের বিস্তৃত এলাকা। সবখানেই সব ঠিকঠাক, অনেকটা আহ্লাদিত নির্বাচন কমিশন, প্রশাসনও।

সকালে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এই স্বস্তির প্রকাশ করেছেন ধানের শীষের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ হলে ফলাফল যাই হোক তিনি মেনে নিবেন।